Bangla bus advice

Salam. https://www.pistnyc.org/resources/bus-problems has the same information in English and Spanish.

 

 আপনার সন্তানের স্কুল বাসের যাতায়াত সংক্রান্ত (ROUTE) সমস্যা 

              সম্বন্ধে বিস্তারিত পড়ুন  tinyurl.com/PISTADvice



যদি আপনার সন্তানের স্কুলে পৌঁছাতে দেরি হয় , বাস সময় মত না আসে অথবা একেবারেই না আসে বা আপনার সন্তানের বাসে যাতায়াত নিরাপদ না হলে 



  •  শিক্ষার্থীদের পরিবহন অফিস (OPT) গ্রাহক সেবা   নাম্বারে  718-392-8855 যোগাযোগ করুন ।



  • আপনার অভিযোগের প্রেক্ষিতে টিকিট বা ঘটনা নম্বরের জন‍্য অনুরোধ করুন। গ্রাহক সেবা প্রদানকারী যদি আপনাকে বাস কোম্পানি অথবা স্কুল কর্মচারীদের সাথে যোগাযোগ করার প‍্রস্তাব দেয় সেক্ষেত্রে তাদের নির্দেশনা গ্রহনযোগ্য না।অধিকাংশ ক্ষেত্রে বাস কোম্পানির ফোন নাম্বার বন্ধ থাকে। স্কুল কর্তৃপক্ষ সর্ব প্রথম আপনার কাছে টিকেট বা ঘটনা নম্বর সম্পর্কে জানতে চাইবে। 



  • আপনার অভিযোগ উচ্চ স্তরের কর্মকর্তাদের কাছে পাঠানো হতে পারে। এই কারণে প্রতি টিকিট নম্বর  তারিখ এবং বিষয় সহ নিরাপদে সংরক্ষণ করুন। 



  • আপনার সন্তানের স্কুল কর্তৃপক্ষ এবং অন্যান্য বাস সহযাত্রীর পরিবারকেও অভিযোগ করতে বলুন এবং টিকিট নম্বরগুলি সংরক্ষণ করতে বলুন। স্কুল বাস চালক এবং পরিচারিক তাদের অফিসে রিপোর্ট জমা দিতে পারে এবং তাদের ইউনিয়ন প্রতিনিধিকে এই ব‍্যাপারে জানাতে পারে ।



  • অস্থায়ী আবাসনে বসবাসকারী ছাত্রদের ক্ষেত্রে , অস্থায়ী আবাশন ব‍্যবস্থাপক বা স্কুলের অস্থায়ী আবাসিক সমিতির (STH) সাথে যোগাযোগ করুন। নিম্ন লিখিত সাইটে বিভিন্ন আঞ্চলিক ব্যবস্থাপক সম্পর্কে তথ্য পাওয়া যাবে: https://www.schools.nyc.gov/school-life/special-situations/students-in-temporary-housing 



  • সোশ্যাল মিডিয়াতে পোস্ট করার সময় তবে #কোথায় আছে আমার সন্তানের স্কুলের বাস #WheresMyBus হ‍্যাশ ট‍্যাগ ব্যবহার করুন।এক্ষেত্রে আপনার সন্তানের ব‍্যক্তিগত তথ্য  বিস্তারিত  লিখবেন না।




→  →  →

আপনি যদি উপরোক্ত সকল পদক্ষেপ নিয়ে থাকেন ↑তার পরেও সমস্যার সম্মুখীন হতে থাকেন , অনুগ্রহ করে শিক্ষা আইনজীবী সংস্থা /অ্যাডভোকেটের সাথ যোগাযোগ করুন↓

IEP 

সহ যেকোনো স্কুলের ছাত্র দের জন্য:



বিশেষ শিক্ষার জন্য শহর ব‍্যাপী পরিষদ (সিটিওয়াইড কাউন্সিল)

         ccse@schools.nyc.gov

D 75 প্রোগ্রামের ছাত্রদের জন্য:

212-802-1542 , D75Council@schools.nyc.gov , D75PresCouncil@schools.nyc.gov

সকল ছাত্রদের জন্য:

 pistnyc@gmail.com 

শিক্ষাদান সমিতি (এডুকেশন কমিউনিটি ) এবং তাদের স্কুলের বিভাগীয়  পরিষদ (কাউন্সিল) নম্বর (cec1@schools.nyc.gov থেকে cec32@schools.nyc.gov এ



→ শিক্ষার্থীদের আরো ভালো পরিবহন ব্যবস্থার জন্য আন্দোলনে যোগ দিন ← 

PIST মাসিক স্বেচ্ছাসেবক মিটিং:

ভার্চুয়াল প্রতি মাসের ২য় মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা এবং ৩য় শুক্রবার সন্ধ্যা ৭টা 

https://www.pistnyc.org/events/pist-meeting-calendar-1 

আমাদের দাবি : নিরাপদ, নির্ভরযোগ্য যাতায়াত ব্যবস্থা এবং বাস কর্মী সংকটের সমাধান ।

 স্কুল বাস অধিকার বিল (স্কুল বাস বিল অফ রাইটস)সম্বন্ধে জানতে হলে 

 https://www.pistnyc.org/gallery/bill-of-rights 

 অভিভাবক ও স্কুল যাতায়াত ব্যবস্থার উন্নয়ন সমিতি  (PIST NYC)

pistnyc@gmail.com                          631.743.6296 


Next
Next

Resource List